নগরীর খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানাধীন ফেরীঘাট মোড় হোটেল সুগন্ধা(আবাসিক) হোটেল থেকে মোঃ শুভ সিজান(২৮) নামে একজন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, গত ৪ ফ্রেরুয়ারি সন্ধ্যার পর মোঃ শুভ সিজান হোটেল সুগন্ধার ৪তলার ৪০৬ নং রুম ভাড়া নেয়, আজ দুপুর ১২টায় বাইরে থেকে হোটেলের রুমে প্রবেশ করে। পরবর্তীতে রাত ৭ট্য় হোটেল বয় মোঃ নাঈম খান মোঃ শুভ সিজান এর রুমে ভাড়ার টাকা আনতে গেলে রুমের দরজা বন্ধ থাকে। অনেক ডাকাডাকির পর রুমের দরজা না খুললে হোটেল কর্তৃপক্ষ সোনাডাঙ্গা থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ রুমের দরজা ভেঙ্গে মোঃ শুভ সিজান এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। খুমেক হাসপাতালে নিয়ে আসেন।