UsharAlo logo
মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৬নং ওয়ার্ড আ’লীগের সিনিয়র সহ-সভাপতির স্ত্রীর ইন্তেকাল

usharalodesk
জুন ২২, ২০২১ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, দৌলতপুর বেবীট্যাক্সী ইউনিয়নের সাবেক সাঃ সম্পাদক শেখ কওসার আলীর স্ত্রী সালেহা বেগম(৫৫) আর নেই। তিনি সোমবার (২১ জুন) রাত ৮টায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, চার ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মঙ্গলবার (২২ জুন) সকাল ১০টায় নতুন রাস্তামোড়স্থ বাংলা মোড়ে মরহুমার জানাজা নামাজ শেষে নতুন রাস্তা মোড় রেলওয়ে কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুর খবর শুনে শোকহাত পরিবারের পাশে ছুটে আসেন ও জানাজায় অংশ নেন দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, বিএল বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ শরীফ আতিকুর রহমান, শিক্ষক শংকর কুমার মল্লিক, ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, আ’লীগ নেতা মীর্জা তরফদার, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মনিরুল ইসলাম তরফদার, সাঃ সম্পাদক জাফর ইকবাল মিলন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সামসুদ্দীন আহমেদ প্রিন্স, সংরক্ষিত আসনের কাউন্সিলর সাহিদা বেগম, মহিলা আওয়ামীলীগ নেত্রী জেসমিন সুলতানা, বীনু ইসলাম, ট্যাংক লরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোকসেদ আলী, সাঃ সম্পাদক আলী আজিম, দৌলতপুর বেবী ট্যাক্সী ইউনিয়নের সাবেক সভাপতি আঃ হাকিম গাজী, বর্তমান সভাপতি আঃ কাদের হাওলাদার, সাঃ সম্পাদক মামুন গাজী, খালিশপুর থানা আওয়ামীলীগ নেতা ডাঃ সায়েম মিয়া, হুমায়ুন শিকদার, সিরাজুল ইসলাম মাতুব্বর, রুহুল আমিন, জাকির হোসেন, দেলোয়ার হোসেন দিলু, মোনতাজ আলী বাছা, মতিয়ার রহমান মতিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মরহুমার স্বামী শেখ কওসার আলীকে শান্তনা দেন এবং শোকহত পরিবারের প্রতি সমবেদনা জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি ও দলীয় নেতা-কর্মীরা। জানাজা নামাজে ইমামতি করেন চিত্রালী বাজার খানকায়ে সুলতানিয়া মসজিদের ইমাম মাওলানা জাকির হোসেন। করোনা সংকট উপেক্ষা করে মরহুমের জানাজায় মানুষের ঢল নামে।
বুধবার (২৩ জুন) আছর বাদ ৬নং ওয়ার্ড ও আশপাশ এলাকার মসজিদে মরহুমের আত্নার মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে।
(ঊষার আলো-এমএনএস)