UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডিএসইতে আধা ঘণ্টায় লেনদেন ৩৯৩ কোটি টাকা

usharalodesk
মে ২, ২০২১ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সূচকের উত্থানে মধ্য দিয়ে দেশের ২ পুঁজিবাজারে চলছে লেনদেন। সপ্তাহের প্রথম কার্যদিবস আজ ২ মে রোববার লেনদেন শুরুর পর থেকে প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে প্রায় ৩৯৩ কোটি টাকা। এই সময় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর।
লেনদেন শুরুর পর ৩০ মিনিট ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৫১১ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ২৫৩ পয়েন্টে। ডিএসই বাছাই সূচক ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২ হাজার ১১৫ পয়েন্টে। এসময় ডিএসইতে লেনদেন ছাড়ায় ৩৯৩ কোটি ১১ লাখ ৯১ হাজার টাকা।
বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩২১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৭৮টির। কমেছে ৮৩টির। অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর।
ওই সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৮০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। কমেছে ১৪টির আর অপরিবর্তিত ছিল ৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর। উর্ধ্বমুখী সব সূচক।

(ঊষার আলো- এম. এইচ)