UsharAlo logo
বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এলপি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ নাগরিক সমাজের

koushikkln
সেপ্টেম্বর ৪, ২০২১ ১১:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : অযৌক্তিকভাবে বার বার এলপি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে খুলনা নাগরিক সমাজ। নেতৃবৃন্দ বলেন, একদিকে করোনাকালীন সংকটের কারণে মানুষ অর্থনৈতিকভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, স্বল্প আয়ের মানুষ অনেকেই কর্ম হারিয়ে বেকার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আকাশচুম্বি। তার উপর বার বার এলপি গ্যাসের মূল্যবৃদ্ধি অমানবিক। আন্তর্জাতিক বাজারে এলপি গ্যাসের কাঁচামালের মূল্যবৃদ্ধি না পেলেও কি কারণে বার বার মূল্যবৃদ্ধি করা হচ্ছে, বিষয়টি প্রশ্নবিদ্ধ ! এ মূল্যবৃদ্ধিতে দেশের গুটি কয়েক শিল্পপতির লাভ হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে অজ¯্র মানুষ। এ ব্যাপারে সরকার নিরব। সাধারণ মানুষের কথা চিন্তা করে সরকারের এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়া উচিৎ। অবিলম্বে এলপি গ্যাসের বর্ধিত মূল্য এবং প্রস্তাবিত বর্ধিত মূল্য প্রত্যাহারের আহ্বান জানান।
বিবৃতিদাতারা হলেন, খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. আ ফ ম মহসীন এবং সদস্য সচিব অ্যাড. মোঃ বাবুল হাওলাদার।