UsharAlo logo
মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় সুধিজনের ভালবাসা ও শুভেচ্ছায় সিক্ত কালের কণ্ঠ

usharalodesk
জানুয়ারি ১০, ২০২৩ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

প্রেসবিজ্ঞপ্তি : দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের অন্যতম জনপ্রিয় ও শীর্ষ দৈনিক কালের কণ্ঠের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রাজনীতিক, চিকিৎসক, কবি, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তি, শিক্ষার্থীসহ নানা পেশার মানুষের ভালবাসা ও শুভেচ্ছায় সিক্ত হয় কালের কণ্ঠ পরিবার।

কালের কণ্ঠ শুভসংঘ খুলনা জেলা কমিটি মঙ্গলবার (১০ জানুয়ারি) এ কর্মসূচির আয়োজন করে। দুপুর ১২টায় নগরীর বকশীপাড়া লেনের কালের কণ্ঠের দপ্তরে কেককাটা ও মিষ্টিমুখের আয়োজন করা হয়।

উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু, খুলনা বিএমএ’র সভাপতি ডা. শেখ বাহারুল আলম, কবি দুখু বাঙাল, যুবলীগ নেতা হারুন আর রশিদ, সাবেক ছাত্রনেতা তসলিম হুসাইন তাজ, সাংবাদিক আবু তৈয়ব, দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন, আবু হেনা মোস্তফা জামাল পপলু, মহেন্দ্র নাথ সেন, শেখ হেদায়তুল্লাহ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের শরিফুল ইসলাম সেলিম, নাগরিক সংগঠক এস এম সোহরাব হোসেন, যুব সংগঠক কাজী মাহবুব, হাসিবুর রহমান আসিফ, কার্তিক রুদ্র দাস, রাজিব সরকার, মোহাইনিুল ইসলাম মাহিন, অমৃত মন্ডল, শুভদীপ্ত মন্ডল, সাইফুর রহমান প্রমুখ।

এর আগে সকাল ৭টায় নগরীর বাংলাদেশ মোড়ে সংবাদপত্রসেবীদের সঙ্গে কেককাটা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা হকার্স ইউনিয়নের সভাপতি সরদার আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম তালুকদার, প্রবীণ সংবাদপত্রসেবী ইমাম হোসেন, ইউনিয়ন নেতা জাহাঙ্গীর কাজী, মো. শাহীন, মিন্টু গাজী প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠানমালার সমন্বয় করেন কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান ও সিনিয়র রিপোর্টার গৌরাঙ্গ নন্দী। অতিথিদের শুভেচ্ছা জানান কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক কৌশিক দে, শুভসংঘ খুলনা জেলা শাখার সভাপতি বিপুল রায় চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ খান।

অনুষ্ঠানে অতিথিরা অনুভূতি ব্যক্ত করে বলেন, সংবাদপত্রের জগতে আলোড়ন তুলে কালের কণ্ঠ যাত্রা শুরু করে। দীর্ঘ ১৩ বছরে বিভিন্ন শ্রেণিপেশার পাঠকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করায় অন্যতম শীর্ষ দৈনিকে পরিণত হয়েছে। এ যাত্রা অব্যাহত রাখতে তৃণমূলের খবরকে আরো প্রধান্য দিতে হবে। শুধু সমস্যা বা সংকট নয়, পত্রিকাটিকে এসব থেকে উত্তরণের পথও দেখাতে হবে।