UsharAlo logo
রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে নির্ধারিত মূল্য টিসিবি’র পণ্য বিক্রয়

usharalodesk
মে ৫, ২০২১ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : নগরীর দৌলতপুরস্থ মুহসীন মহিলা মহাবিদ্যালয়ের খুলনা যশোর মহাসড়কের পূর্বপাশে বুধবার (৫ মে) সকাল ১০ হতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ভ্রাম্যমান ট্রাক সেলের বিক্রয় কার্যক্রমের আওতায় মের্সাস নাজমুল এন্টার তত্ত¡বধায়নে পন্য বিতরণ করা হয়। পবিত্র মাহে রমজান ও ঈদ মুখে টিসিবি সাধারণ ভোক্তাদের জন্য চিনি,ডাল ও ভাজ্য তেল করেছে। টিসিবি’র প্রতিটি ডিলারগনকে সরকারী নিদের্শনার যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পন্য বিক্রয়ের নির্দেশ দিয়েছেন টিসিবি’র আঞ্চলিক প্রধান।
ম্যানেজার ওসমান গনি জানান, যেহেতু রমজান ও ঈদ সম্মুখে ক্রেতাদের টিসিবি মোট ১৪০০ লিঃ সয়াবিন তৈল, ৬০০ কেজি চিনি, ডাল ৪০০ কেজি বরাদ্দ দিয়েছে। খোলা বাজারের তুলনায় টিসিবি’র পণ্য ন্যায্য মুল্য কিনতে পেরে নিন্ম্আয়ের মানুষ বেশ স্বস্তি বোধ করেছে। দৌলতপুর কেডিএ কল্পটতরু মার্কেট পার্শের বাসিন্দা রুমান আক্তার বলেন, বাজারে ভাজ্য তেলা তথা সয়াবিন প্রতি লিটার ১৩০ টাকা। যা টিসিবি’র মাধ্যমে ১০০ টাকায় নেয়া যাচ্ছে। তা আবার ৫ লিটার করে। তাছাড়া ডাল ও চিনি খোলা বাজারে হতে দাম কম রাখতে টিসিবি। ঈদ মুখে সল্পদামে তেল কিনতে পেরে বেশ লাভবান হয়েছে অধিকাংশই।

(ঊষার আলো-আরএম)