UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

usharalodesk
জুন ১৫, ২০২১ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার (১৫ জুন) বিকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সহকারী কশিমনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান। বক্তব্য রাখেন, আওয়ামী লীগনেতা বিভূতি ভূষণ ঢালী, আরশাদ আলী বিশ্বাস, জেলা যুবলীগনেতা জসিম উদ্দীন বাবু, শামীম সরকার, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি। ১৫ জুন থেকে শুরু হওয়া ভূমি সেবা সপ্তাহ ২১ জুন পর্যন্ত থাকবে। ভূমি সেবা সপ্তাহ থেকে সাধারণ মানুষকে ভূমি উন্নয়ন কর আদায়ের অনলাইন রেজিস্ট্রেশন, অনলাইন ভূমি উন্নয়ন কর আদায়, ই-নামজারির আবেদন গ্রহণ, নিষ্পত্তিকৃত এলএ কেইসের ক্ষতিপূরণের চেক প্রদান, খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষনিকভাবে তা সরবরাহ করাসহ ভূমি সংক্রান্ত সেবা সমূহ সরাসরি প্রদান করা হবে।
(ঊষার আলো-এমএনএস)