UsharAlo logo
মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পূজা পরিষদের উদ্যোগে সিটি মেয়রের নিকট মহানগর পূজা মণ্ডপের তালিকা প্রদান

koushikkln
সেপ্টেম্বর ১৪, ২০২২ ১১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার পক্ষ থেকে নগরীর আওতাধীন ৫টি থানার ৭৫টি পূজা মণ্ডপের তালিকা ১৪ সেপ্টেম্বর, বুধবার বেলা ১২টায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের নিকট তাঁর কার্যালয়ে হস্তান্তর করা হয়।

এ সময়ে মহানগর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে মেয়র মহোদয়কে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করা হয় এবং মেয়র মহোদয়ের সাথে নেতৃবৃন্দ এক সৌজন্য আলোচনায় মিলিত হয়। আলোচনাকালে নেতৃবৃন্দ এ বছর সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্যাপনে মেয়র মহোদয়ের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় মেয়র মহোদয় সকল ধরনের সাহায্য-সহযোগিতার আশ্বাস প্রদান করে বলেন, বাংলাদেশ একটি সর্বধর্ম সমন্বয় অসাম্প্রদায়িক দেশ। এখানে ধর্ম যার যার, উৎসব সবার। তিনি আরো বলেন, সুযোগ সন্ধ্যানী দুস্কৃতিরা যাতে কোনো প্রকার বিভ্রাট বা অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকার এবং প্রতিমা নির্মাণকালে প্রত্যেক মন্দির কমিটিকে নিজস্ব স্বেচ্ছাসেবকদের মাধ্যমে পাহারা দেয়ার পরামর্শ প্রদান করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুÐু, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু, কোষাধ্যক্ষ রতন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক উজ্জল ব্যানার্জী, সদর থানা সভাপতি বিকাশ কুমার সাহা, সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, মহানগর সম্পাদকমÐলীর সদস্য গৌরাঙ্গ সাহা, ভবেশ সাহা, সাধন ঘোষ, অলোক দে, রবীন দাস প্রমুখ।