UsharAlo logo
বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেখ রুবেলের সুস্থ্যতা কামানায় যুবলীগের উদ্যোগে ওয়ার্ডে ওয়ার্ডে দোয়া 

koushikkln
জুন ৩, ২০২২ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক :বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র শেখ জালাল উদ্দিন রুবেল শারিরিক অসুস্থ্যতা জনিত কারণে বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে নগরীর বিভিন্ন ওয়ার্ডে শুক্রবার (০৩ জুন) যুবলীগের উদ্যোগে দোয়া ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশের উদ্যোগে আইচগাতী দারুল কুরআন মাদ্রাসায় দোয়া অনুষ্টিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, জহির আব্বাস প্রমুখ।

এছাড়াও নগর যুবলীগের সদস্য কাজী কামাল হোসেনের উদ্যোগে শহীদ শেখ আবু নাসের মাদ্রাসা ও এতিমখানায় দোয়া অনুষ্টিত হয়। দোয়া শেষে এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, কাজী জাকির হোসেন, নগর যুবলীগ নেতা কাজী কামাল হোসেন, মোহাম্মদ আরী, মসিউর রহমান সুমন, মুরাদ, ফরিদ সুমন প্রমুখ।

এছাড়াও নগরীর ২৭নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বাদ মাগরিব ওয়ার্ড আওয়ামী লীগ ও যুবলীগ কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফেরদাউস হোসেন লাবু, নগর স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, নগর যুবলীগ নেতা মোঃ আবুল হোসেন, সাবেক ছাত্রনেতা অভিজিৎ পাল, ২৭নং ওয়ার্ড যুবলীগ নেতা ইব্রাহিম হোসেন তপু, জিহাদুর রহমান জিহাদ,  ছাত্রলীগ নেতা জি এম সালাউদ্দিন, এস এম সাঈদুজ্জামান, সাগর মজুমদার, রাজীব আনোয়ার, সৈকত দাশ, সাবু প্রমুখ। দোয়া পরিচালনা করেন, রসূল বাগ জামে মসজিদের ইমাম শরীফ মোঃ মাহমুদুর রহমান।
এছাড়াও ২১নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন ২১নং ওয়ার্ড যুবলীগ নেতা সোহাগ দেওয়ানসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নগর যুবলীগের সাংগঠনিক কমিটির সভা 

শুক্রবার সন্ধ্যা সাতটায় নগর যুবলীগের সাংগঠনিক কমিটির সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নগর যুবলীগের সদস্য এস এম হাফিজুর রহমান হাফিজ এর সভাপতিত্বে আরো উপস্থিথ ছিলেন, নগর যুবলীগের সদস্য রোজি ইসলাম নদী, আব্দুল কাদের শেখ, এ্যাডঃ আল আমীন উকিল, কাজী কামাল হোসেন, শেখ মোহাম্মদ আলী, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, মশিউর রহমান সুমন, অভিজিৎ পাল প্রমুখ।

এ সময় আগামী ৩১ মে এর কার্যনির্বাহী কমিটির সভা অনুযায়ী সোনাডাঙ্গা থানার অন্তর্গত ১৬,১৭,১৮,১৯,২০,২৫,২৬ ওয়ার্ড এবং খালিশপুর থানার ৭, ৮, ৯, ১০, ১১,১২,১৩, ১৪, ১৫ ওয়ার্ড যুবলীগের নতুন কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের মহানগর যুবলীগের আহবায়ক ও যুগ্ম আহবায়ক বরাবর জীবনবৃত্তান্তসহ আবেদন পত্র জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। আবেদন পত্রের ফরম্যাট নগর যুবলীগের ফেসবুক পেজে ও সাংগঠনিক কমিটির সদস্যদের নিকট থেকে নেওয়া হবে। আগামী ০৫ জুন থেকে ১৫জুন পর্যন্ত আবেদন পত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে দলীয় কার্যালয়ে সন্ধ্যা সাত টা থেকে রাত নয় টা পর্যন্ত। এছাড়াও ১১ সদস্যের সাংগঠনিক উপ কমিটি গঠন করা হয়েছে। সাংগঠনিক উপ কমিটির নেতৃবৃন্দরা হলেন, মোঃ আবুল হোসেন, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, কাজী ইব্রাহিম মার্শাল, জুয়েল হাসান দিপু, সাজ্জাদুর রহমান লিংকন, মহিদুল ইসলাম মিলন, মেহেদী মোড়ল, কে এম শাহীন, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম রাশেদ। সাংগঠনিক উপ কমিটির নেতৃবৃন্দদের ওয়ার্ডে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের আবেদন পত্র জমা ও বিতরণের সময় দলীয় কার্যালয়ে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।