UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে খুলনায় স্বস্তির বৃষ্টি

usharalodesk
মে ৩, ২০২১ ১১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : অবশেষে তীব্র তাপমাত্রার পরিসমাপ্তি ঘটিয়ে বৃষ্টি ঝরলো খুলনায়। এতে কিছুটা স্বস্তি পেল নগরবাসী। বহু প্রতীক্ষিত এক পশলা বৃষ্টিতে প্রাণভরে শীতল নিঃশ্বাস নিয়েছেন তারা।
সোমবার (৩ মে) রাত সোয়া ১১টায় শুরু হওয়া বৃষ্টি চলে সাড়ে ১২টা পর্যন্ত।
টানা আটমাস বৃষ্টির দেখা নেই। দাবদাহ বাড়ছে। মাঠ-ঘাট চৌচির হয়েছে। অনাবৃষ্টির কারণে বোরো ও তরমুজের কাঙ্খিত ফলন হয়নি। গত শুক্র ও শনিবার কালবৈশাখী ও বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা হয়নি। বাতাসের ধরণ পরিবর্তন হয়েছে। ফলে দক্ষিনী বায়ু দেশের ভূ-খন্ডে তেমন প্রবেশ করছে না। তবে আবহাওয়ার আরও পরিবর্তন হবে এ মাসে বৃষ্টি বাড়বে।
নগরীর গোবরচাকার বাসিন্দা ব্যবসায়ী মুন্না মল্লিক বলেন, তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছিল জনজীবন। ভ্যাপসা গরমে মানুষ অপেক্ষায় ছিল স্বস্তির বৃষ্টির। অল্প সময় হলে বৃষ্টি জনজীবনে কিছুটা স্বস্তি এনেছে।
অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর খুলনায় স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। সোমবার (৩ মে) রাত সোয়া ১১টায় হঠাৎ বাতাস প্রবাহিত হয়। এ বাতাসে শহর জুড়ে ধুলিঝড়ের সৃষ্টি হয়। কিছুক্ষণ বাতাসের পর শুরু হয় কাঙ্খিত স্বস্তির বৃষ্টি। প্রথমে শুরু হওয়া বৃষ্টির ফোটা কম হলেও সময়ের সাথে-সাথে বাড়ে বৃষ্টির প্রভাব। বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কমে ২৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে দাঁড়ায়। শহরবাসী অনেকেই এই বৃষ্টি দেখতে রাস্তায় নেমে আসে।

(ঊষার আলো-এমএনএস)