UsharAlo logo
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ওয়ার্কার্স পার্টি খুলনা মহানগরের উদ্যোগে মে দিবস পালন

usharalodesk
মে ২, ২০২১ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালন করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা মহানগর কমিটি। শনিবার (১ মে) বেলা সাড়ে ১১টায় নগরীর গোলকমনি শিশু পার্কে করোনাকালে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করেই মহান মে দিবস উপলক্ষে দুঃস্থ শ্রমজীবীদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। অর্থ সহায়তা প্রদানপূর্ব সংক্ষিপ্ত মে দিবস সমাবেশে বক্তৃতা করেন ওয়ার্কার্স পার্টি, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম। তিনি তাঁর বক্তৃতায় বলেন, ১৮৮৬ সালের এ দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটে শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবীতে জীবন উৎসর্গ করেছিলেন। ঐদিন তাঁদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিকশ্রেণির অধিকার প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু বর্তমানে মালিকরা সুকৌশলে শ্রমিকদের অতিরিক্ত কর্মঘণ্টায় লিপ্ত রাখছে। এছাড়া এবার করোনাকালে মে দিবস উদযাপন করতে যেয়ে দেখা যাচ্ছে একদিকে পাটকল-চিনিকল বন্দ হয়ে হাজার-হাজার শ্রমিক বেকার আবার অন্যদিকে দেশে নতুন করে লকডাউনে পরিবহণ শ্রমিক, দীন মজুর, কৃষি শ্রমিক, দোকানদার, ফুটপাতের ছোট ব্যবসায়ী, রিকসা চালক, খেটে খাওয়া কর্মজীবী মানুষেরা এখন ঘরবন্দী। তাদেরকে বাঁচাতে নগদ সহায়তা ও রেশনিং ব্যবস্থা প্রবর্তনের জোর দাবী জানান।
এ সময়ে উপস্থিত ছিলেন পার্টির মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড নারায়ণ সাহা, নির্বাহী সদস্য কমরেড মনির হোসেন, পার্টির মহানগর নেতা কৃষ্ণ কান্তি ঘোষ প্রমুখ নেতৃবৃন্দ।

(ঊষার আলো-এমএনএস)