UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

করোনা পজেটিভ নিয়ে পালিয়ে আসা আমিরুলকে যশোরে ফেরত পাইকগাছা প্রশাসনের

usharalodesk
এপ্রিল ২৬, ২০২১ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আব্দুল আজিজ-পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : করোনা পজেটিভ নিয়ে যশোর জেনারেল হাসপাতাল থেকে পালিয়ে আসা বাংলাদেশের পাসপোর্টধারী পাইকগাছার নাগরিক আমিরুল সানাকে উদ্ধার করে পুনরায় যশোর জেনারেল হাসপাতালে ফেরত পাঠানো হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ যৌথভাবে এ্যাম্বুলেন্স যোগে তাকে ফেরত পাঠায়।
উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী জানান পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের ধামরাইল গ্রামের আহমদ সানার ছেলে আমিরুল সানা (৫২) ভারত থেকে দেশে আসার সময় সীমান্তে চেক করার সময় তার কোভিড-১৯ পজেটিভ সনাক্ত হয়। ধারণা করা হয় সে ভারতের ভয়াবহ করোনা ভাইরাস বেঙ্গল এ্যারিভেন্ট বহণ করছে। এমন ধারণা থেকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ ২৩ এপ্রিল আমিরুলকে যশোর জেনারেল হাসপাতলে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অন্যান্য রোগীদের সাথে আমিরুল হাসপাতাল থেকে পালিয়ে আসে। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে গণবিজ্ঞপ্তী প্রকাশ করে। বিষয়টি জানতে পেরে থানা পুলিশের সহযোগিতায় উপজেলা প্রশাসন সোমবার (২৬ এপ্রিল) গ্রামের বাড়ি ধামরাইল থেকে আমিরুলকে উদ্ধার করে রাত ৮টার দিকে এ্যাম্বুলেন্স যোগে যশোর জেনারেল হাসপাতালে ফেরত পাঠিয়ে দেয়া হয়।

(ঊষার আলো-এমএনএস)