UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কারখানায় ৩ দিনের বেশি ছুটি চলবে না : শ্রম প্রতিমন্ত্রী

usharalodesk
মে ৯, ২০২১ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : কারখানায় সরকারের ৩ দিন ছুটি ঘোষণা ব্যত্যয়ের সুযোগ নেই বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। তিনি জানান, শ্রমিকদের নির্ধারিত ছুটির বাইরে ওভারটাইম করাবেন না- পরে ছুটি দেবেন তা মালিক এবং শ্রমিকপক্ষ নির্ধারণ করবেন।

রবিবার (৯ মে) রাজধানীর শ্রম ভবনে আয়োজিত আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) সভায় তিনি এ কথা জানিয়েছেন।

মন্নুজান সুফিয়ান জানান, সরকার ৩ দিন ছুটি নির্ধারণ করেছে। এর বাইরে অনেক গার্মেন্টসে ৫-৭ দিন পর্যন্ত ছুটি দিয়েছে। ছুটি যাই হোক কর্মস্থলে অবস্থান করতে হবে। সরকার নির্ধারিত ৩ দিনের বেশি যদি কোনো কারখানায় ছুটি দেয়া হয়, তবে তাকে অবশ্যই কারখানার শ্রমিকদের কর্মস্থলেই থাকা নিশ্চিত করতে হবে। নিজ নিজ কর্মস্থল কোনোভাবেই ত্যাগ করা যাবে না।আলোচনা শুরুর পর্বে সরকার ঘোষিত ৩ দিনের ছুটির পরিবর্তে তৈরি পোশাক শিল্পে ৫ দিন ছুটির দাবি জানান শ্রমিক নেতারা।

(ঊষার আলো-আরএম)