UsharAlo logo
রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে দুঃশাসন বিরাজ করছে : যুবদলের মিছিল শেষে পথসভায় এড. মনা 

koushikkln
সেপ্টেম্বর ২৪, ২০২২ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা মহানগর বিএনপির  আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, মাফিয়া শাসনের কারণে যে দুঃশাসন বিরাজ করছে, মুন্সিগঞ্জের ঘটনা তার জঘন্য বহিঃপ্রকাশ। বিএনপির নেতাকর্মীদের হত্যা করে তারা উল্লাস প্রকাশ করছে। আওয়ামী দুঃশাসন এখন ভয়ংকর রুপ ধারণ করেছে। বিএনপি নেতাকর্মীদের হত্যা করা যেন তাদের খেলায় পরিণত হয়েছে। মনা বলেন, গুলি করে, হত্যা করে, হামলা করে প্রতিবাদী কণ্ঠ রোধ করা যাবে না, সরকারের  পতন ঠেকানো যাবে না।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে মুন্সীগঞ্জে পুলিশ বিএনপি সংঘর্ষের ঘটনায় নিহত যুবদল নেতা শহীদুল ইসলাম শাওন হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল
খুলনা মহানগর ও জেলা শাখার প্রতীকি কফিন নিয়ে মিছিল শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তারা আরো বলেন, শাওনের মৃত্যুতে, আব্দুর রহিম ও নূর আলমের মৃত্যুতে মানুষের যে দাবি শুরু হয়েছে, যে
আন্দোলন শুরু হয়েছে, যে অভ্যুত্থান শুরু হয়েছে, সে অভ্যুত্থানকে কখনো বন্ধ করা সম্ভব হবে না। বিকাল ৪টায় খুলনা রেলস্টেশন থেকে শুরু হওয়া মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে পথসভার মধ্যদিয়ে শেষ হয়।

মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারু’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল
হাসান বাপ্পি, তারিকুল ইসলাম জহীর, আবু হোসেন বাবু। জেলা যুবদল সাধারণ
সম্পাদক ইবাদুল হক রুবায়েদ ও মহানগর সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) সাইফুল
ইসলাম সান্টুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত  ছিলেন, এস এম
শামীম কবির, একরামুল হক হেলাল, আতাউর রহমান রুনু, আব্দুল মান্নান মিস্তি, ইশতিয়াক আহমেদ ইসতি, সজিব তালুকদা, গোলাম মোস্তফা তুহিন, উপস্থিত নেতৃবৃন্দ নেহিবুল হাসান নেহিম,আব্দুল আজিজ সুমন, মোঃ জাবির আলী, আইয়ুব মোল্লা, মোল্লা রিয়াজুল ইসলাম, মেহেদী মাসুদ সেন্টু, শাকির হোসেন, মনজুরুল আলম সৌরভ, ওহেদুজ্জামান সোহাগ, আতিক নেওয়াজ চঞ্চল, আলতাফ হোসেন, মোল্লা সোহরাফ হোসেন, মন্জুর আরেফিন, নাজিমুজ্জামান জনি,মাসকুর হাসান ফ্রান্স, মনিরুজ্জামান মনি, নাজমুল হাসান নাসিম, সন্দীপ চট্টোপাধ্যায়, হারুনর রশীদ মাসুম, রাসেল আহমেদ নাসিম, সরোয়ার মাতবার, হাবিবুর রহমান বেলাল,মোল্লা হুমায়ুন কবির, তৌহিদুজ্জামান মুকুল,  কুদরতি এলাহি স্পীকার, আবু বক্কর সিদ্দিকী নিরু,শফিকুল ইসলাম বাচ্চু, শরিফুল ইসলাম, মোল্লা মশিউর রহমান, ফারুক খন্দকার, আব্দুর রাজ্জাক কচি,অহিদুল ইসলাম,সরদার ইমরান হোসেন, রবিউল ইসলাম রবি, আনারুল ইসলাম, মাহামুদুল হাসান মিঠু মোল্লা, মোস্তাফিজুর রহমান আজিবর, আমিনুল ইসলাম বুলবুল,  বাহাদুর মুন্সি, রুবেল মীর, আজমল হোসেন লিটন, ইসানুর রহমান ইসান,আল মামুন জুয়েল, আমিন হোসেন মিঠু, খোসরুজ্জামান জনি,কামাল হোসেন, নাজমুল হোসেন বাবু, সরদার বিল্লাল হোসেন, আব্দুর রাজ্জাক, রমজান হোসেন, এ্যাডঃ আ ফ ম মুক্তা, কিমিয়া সাহাদাত, রেজাউল হক খোকন, বাহাউদ্দীন বিশ্বাস, মোঃ জুয়েল বিশ্বাস, জিল্লুর রহমান, গোলাম হোসেন, গাজী ফয়সাল হোসেন সনি, মোঃ এফ এম ওবায়দুল্লাহ, জসিম উদদীন ডেভিড, মঈনউদ্দীন নয়ন, গোলাম মোস্তফা ভুট্টো, ফরিদুল ইসলাম, শাওন ইবনে আকবর, মোঃ রাজু আহমেদ, কে এম মোবারেক হোসেন, জাহিদ হাসান  প্রমুখ।