UsharAlo logo
মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নগরীতে কারিতাসের আয়োজনে ‘ডায়ালগ’ সেশন

usharalodesk
আগস্ট ২৮, ২০২১ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : কারিতাস খুলনা অঞ্চলের কমিউনিটি সোশ্যাল ল্যাব প্রকল্পের আয়োজনে ডায়ালগ সেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ আগস্ট) নগরীর ৩১নং ওয়ার্ড কাউন্সিলরের বাড়ি সংলগ্ন কার্যালয়ে মোল্লা পাড়া এলাকার উন্নয়নকল্পে সিটি কর্পোরেশনের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও কমিউনিটি জনগণের সমন্বয়ে এ ডায়ালগ সেশন অনুষ্ঠিত হয়। উক্ত ডায়ালগ সেশনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ৩১নং ওয়ার্ড কাউন্সিলর মো: আরিফ হোসেন মিঠু। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের শামিমা আক্তার ও ওয়াসার ইঞ্জিনিয়ার বিক্রম দাস।সেশনটি পরিচালনা করেন কমিউনিটি সোশ্যাল ল্যাব প্রকল্পের রেবেকা স্নিগ্ধা বাড়ৌ।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিডিসি সভানেত্রী রহিমা আক্তার মনি, আনোয়ারা বেগম, কোষাধ্যক্ষ দীপালী বিশ্বাস, কেএমএসএস এর জাকিয়া আক্তার, আর্কিটেক্ট মেহেদী হাসান, কারিতাস আঞ্চলিক কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পিও তাপস সরকার, কমিউনিটি সোশ্যাল ল্যাবের শিয়ানু মল্লিক।

ডায়ালগ সেশনে এলাকার বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরা হয়। সেই সাথে সমস্যা সমাধানকল্পে আলোচনা-পর্যালোচনা হয়।সেই সাথে কোর টিমের সদস্যরা মোল্লা পাড়া এলাকা পরিদর্শন করেন।

(ঊষার আলো-এমএনএস)