UsharAlo logo
বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছার লতায় উলুবুনিয়া নদী খননের উদ্বোধন করেন এমপি বাবু

usharalodesk
মে ৪, ২০২১ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু বলেন, পাইকগাছা উপজেলার লতার উলুবুনিয়া নদী খনন কার্যক্রমে কোন প্রকার দুর্নীতির আশ্রয় দেয়া হবেনা। সিডিউল অনুযায়ী খননের ক্ষেত্রে ৮০ ফুট প্রস্থ ও ৫ ফুট গভীরতা রাখতে হবে। নদী খনন কার্যক্রমে এলাকার সকল স্তরের জনসাধারণকে সহযোগিতা করতে হবে। পর্যায়ক্রমে উলুবুনিয়া নদী খননের ন্যায় এ অঞ্চলের সকল মরা নদী খনন করা হবে। গত শনিবার বিকালে শামুকপোতা দুর্গা মন্দির মাঠ প্রাঙ্গণে লতা উলুবুনিয়া নদী খনন কাজের শুভ উদ্বোধন পরবর্তী এক আলোচনা সভায় প্রধান অতিথি সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু এসব কথা বলেন।
জেলা মৎস্য অধিদপ্তর বাস্তবায়নে ও পাইকগাছা উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশের সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব প্রভাষক ময়নুল ইসলাম, লতা ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজল কান্তি বিশ্বাস, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, উপজেলা যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, লতা ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল কুমার বৈদ্য, সাধারণ সম্পাদক মঙ্গল মন্ডল, কপিলমুনি ইউনিয়ন কৃষকলীগের সদস্য সচিব রফিকুল ইসলাম খান, ছাত্রলীগ নেতা পার্থ প্রতীম চক্রবর্তী, রায়হান পারভেজ রনি, গোলক বিহারী মন্ডল, লতা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পুলকেশ কুমার মন্ডল, যুবলীগের শাহীন কাগজী, যুুুুবলীগ নেতা মৃগাঙ্ক বিশ্বাস, ফারুক হোসেন, কুমারেশ মন্ডল, প্রদীপ অধিকারী প্রবহ, জি এম সামাদ, দিদারুল ইসলাম দিদার ও মফিজুল ইসলাম প্রমুখ।

(ঊষার আলো-এমএনএস)