UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ, ঘাটে মানুষের ঢল

usharalodesk
মে ৯, ২০২১ ৮:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে আবারো বন্ধ ফেরি চলাচল। আজ ৯ মে রবিবার সকাল সাড়ে ৭টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এর ফলে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে অনেক মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিটি ঘাটে শত শত যাত্রী নদী পারের জন্য ফেরির অপেক্ষায় পন্টুনে গাদাগাদি করে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছে। দূরপাল্লার যানবাহনসহ আন্ত জেলা বাস চলাচল বন্ধ থাকায় ভেঙে ভেঙে যে যার মতো গাড়িতে করে ঘাটে এসে পারের অপেক্ষায় রয়েছে।
এর আগে গতকাল শনিবারও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ঈদে ঘরমুখী মানুষের ঢল নামে। দুপুরে ফেরি চলাচল শুরু হলে ভিড় কিছুটা কমতে থাকে।
যাত্রীরা অভিযোগ করেন, ‘গভীর রাতে পূর্ব ঘোষণা ছাড়া বিআইডাব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি বন্ধ করে দেওয়ায় তাদের এ দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিষয়টি জানা থাকলে অবশ্যই তারা বের হতেন না।
ঘাট কর্তৃপক্ষের দাবি করেছে, লকডাউনের শুরু থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল সীমিত করা হয়েছে। শুধু জরুরি যানবাহন ছাড়া কিছুই পারাপার করা হচ্ছে না।

(ঊষার আলো- এম. এইচ)