UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পিরোজপুরের কাউখালীতে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ নেতা-কর্মীরা

usharalodesk
মে ৪, ২০২১ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে কৃষকের পাঁকা ধান মাঠে যখন শ্রমিকের অভাবে ঘরে তুলতে পারছে না, ঠিক তখনই প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উপজেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটে ঘরে তুলে দিচ্ছে কৃষকের। মঙ্গলবার(৪ মে) সকালে উপজেলার ডুমজুড়ি ও পারসাতুরিয়া গ্রামে আবুল কালাম সহ বিভিন্ন কৃষকের মাঠের পাঁকা ধান উপজেলা ছাত্রীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জিতুর নেতৃত্বে ২০/২৫জন ছাত্রলীগ নেতাকর্মী মাঠে গিয়ে ধান কেটে দেয়। ছত্রলীগ নেতা জিতু জানান, কৃষক যেখানেই মাঠের ধান ঘরে তুলতে পারবে না, সেখানে গিয়েই ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে ধান কেটে ঘরে তুলে দেওয়া হবে। এসময় ধান কাটায় অংশগ্রহণ করে ছাত্রলীগ নেতা, আশিকুল ইসলাম কলিন্স, ইব্রাহিম রাব্বি, আলামিন ফরাজী, রোমান হোসেন, ইমতিয়ান আহম্মেদ অভি, মেহেদি হাসান মৃদুল ও হাফিজুর রহমান প্রমুখ।

(ঊষার আলো-আরএম)