UsharAlo logo
বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুলতলায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতার ওপর হামলার অভিযোগ

koushikkln
মে ১৭, ২০২২ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

উষার আলো প্রতিবেদক : বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ফুলতলা উপজেলা শাখার সহ-সভাপতি, বাংলাদেশ হোমিওপ্যাথিক হেলথ এন্ড মেডিকেল সোসাইটি ফুলতলা উপজেলার শাখার সাধারণ সম্পাদক ও ফুলতলা প্রেসক্লাবের সদস্য ডা. জয়দেব সরকার কতিপয় দুর্বৃত্ত কর্তৃক হামলার শিকার হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিকসুত্রে জানা যায়, গত সোমবার (১৬ মে) থানায় অভিযোগ মৌখিক শেষে ইউপি সদস্যের আহবানে ফিরে আসার পথে বিকেল সাড়ে ৫টায় ফুলতলা বাজারস্থ ট্রাক শ্রমিক ইউনিয়নের সামনে পূর্ব শত্রুতার জের ধরে ২৫/৩০ জন দূর্বৃত্ত তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় জয়দেব সরকারকে নৃশংশভাবে ডান পায়ের ৩টি স্থানের হাড় ভেঙে তাকে মারাত্মক জখম করে।

পরে, স্থানীয় লোকজনের সহায়তায় তাকে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। ডা. জয়দেব সরকার এর উপর ষড়যন্ত্রমুলক সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক গৌর হরি দাস, ফুলতলা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক গৌতম কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক এস সনজিৎ বসু, বাংলাদেশ হোমিওপ্যাথিক হেলথ এন্ড মেডিকেল সোসাইটি ফুলতলা উপজেলার শাখার সভাপতি বিমল কৃষ্ণ মন্ডলসহ সকল নেতৃবৃন্দ।