UsharAlo logo
মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার ষড়যন্ত্র এখনও চলছে : সালাম মূর্শেদী এমপি

usharalodesk
মে ৮, ২০২১ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হতো না। অথচ আজও বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার জন্য নানাবিধ অপকৌশল অব্যাহত রয়েছে। বঙ্গবন্ধু যেমন দরিদ্র মানুষের কাছে আশ্রয় স্থল ছিল ঠিক তেমনি শেখ হাসিনা সরকারের কাছেও দরিদ্র এবং অসহায় মানুষের ঠিকানা। এ কারণে শেখ হাসিনা পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীদের মধ্যে অন্যতম। দেশের সর্বক্ষেত্রে নারীর ক্ষমতায়ন স্বাধিত হচ্ছে, তাই নারীদের আর ঘরে বসে থাকলে চলবে না। সর্বক্ষেত্রে নারীকে এগিয়ে এসে পুরুষের সমান প্রতিযোগীতায় অংশ গ্রহন করতে হবে।
কৃষি ক্ষেত্র সম্পর্কে সাংসদ বলেন, সর্বস্তরের প্রান্তিক কৃষককে মূল্যায়ন করতে সরকার চাষিদের কাছ থেকে উচ্চ মূল্যে ধান সংগ্রহ করে তা পরবর্তীতে স্বল্পমূল্যে চাউল হিসাবে বন্টন করছেন।
শনিবার (৮ মে) সকালে রূপসা উপজেলা পরিষদ চত্বরে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ- ২০২১ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মাসুম বিল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়রাম্যান মো. কামাল উদ্দিন বাদশা, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোল্যা আবু বকরের পরিচালনায় স্বাগত বক্তৃতা করেন কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান।
শুভেচ্ছা বক্তৃতা করেন আলাইপুর খাদ্য গুদাম এর ইনচার্জ দেবদ্যুত রায়। এছাড়াও বক্তৃতা করেন প্রকৌশলী এস.এম ওয়াহিদুজ্জামান, আইচগাতী ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, শ্রীফলতলা ইউপি চেয়াম্যান আলহাজ্জ্ব ইসহাক সরদার, টিএসবি ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর শেখ, নৈহাটী ইউপি চেয়রাম্যান মো. কামাল হোসেন বুলবুল।
এরপূর্বে সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী, কাজদিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি পরবর্তীতে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন, করোনাকালীন সময়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দু’শতাধিক চাষিকে চুঁই ঝালের চারা বিতরণ, নৈহাটী কেন্দ্রীয় ঈদগাহ ময়দান উদ্বোধন, নৈহাটী মাধ্যমিক বিদ্যালয়-নেহালপুর আরসিসি সড়কের নির্মাণ কাজ, খুলনা-মোংলা, হাইওয়ে-ইলাইপুর হাট জিসি সড়কের উদ্বোধন, রূপসা ডিগ্রী কলেজ-জয়পুর রেললাইন পর্যন্ত আরসিসি সড়কের কাজের উদ্বোধন, নৈহাটী স্পোটিং ক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান এবং খুলনা নিজস্ব কার্যালয়ে রূপসা, তেরখাদা ও দিঘলিয়া আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগদান, প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ, অসহায় নারীদের স্বাবলম্বী হওয়ার জন্য সেলাই মেশিন ও ছাগল প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সাংসদের পাশাপাশি এসব অনুষ্ঠানে সাংসদ পত্নী ও বিশিষ্ট সমাজসেবিকা শারমিন সালাম ও উপস্থিত ছিলেন।
বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সদস্য ফ.ম. আ: সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, আ: মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোল্যা আরিফুর রহমান, মোরশেদুল আলম বাবু, যুগ্ম সা: সম্পাদক ইমদাদুল ইসলাম, জেলা যুবলীগের সহ সভাপতি আজিজুল হক কাজল, সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, আ’লীগ নেতা খান শাহ জাহান কবির প্যারিস, মোস্তাফিজুর রহমান মোস্তাক, আক্তার ফারুক, আ: গফুর খান, রবিউল ইসলাম বিশ্বাস, সরদার মিজানুর রহমান, গাজী মো. আলী জিন্নাহ, আওরঙ্গজেব স্বর্ন, মোল্যা ওয়াহিদুজ্জামান মিজান, নাসির হোসেন সজল, বাদশা মিয়া, প্রভাষক ওয়াহিদুজ্জামান, ফরিদ শেখ, রুহুল আমিন রবি, রাজিব দাস টাল্টু, সরদার জসিম উদ্দিন, আবুল কালাম আজাদ, শাহনেওয়াজ কবির টিংকু, খান মারুফ হোসেন, জুলফিকার আলী, মহিউদ্দিন মানিক, আসাদুজ্জামান নুর, খায়রুজ্জামান সজল, তানজিলা বেগম, হিমেল, রিয়াজ, শিমূল প্রমূখ।

(ঊষার আলো-এমএনএস)