UsharAlo logo
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রূপসায় ভেজাল বিরোধী অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

koushikkln
সেপ্টেম্বর ১৮, ২০২২ ১০:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে রূপসায় ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়। রূপসা উপজেলার বিভিন্ন এলাকা-বাজারে তদারকি করা হয়।

সামন্তসেনা নতুন হাট এলাকায় তদারকি করে অবৈধ্য প্রক্রিয়ায় পানি প্রক্রিয়াকরণ করায় আয়াত সেইফ ওয়াটারকে ৫ হাজার টাকা, কিসমত একাকায় ইশরা ওয়াটার প্ল্যান্টকে ৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।

গল্লামারী বাজারে তদারকি করে মূল্য তালিকা প্রদর্শণ করতে নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে সর্বমোট আদায়কৃত জরিমানার পরিমাণ দশ হাজার টাকা। এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। ব্যবসায়িদেও ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণ করতে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।