UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নির্বাচনী প্রচারে উস্কানিমূলক বক্তব্যর অভিযোগে মিঠুনের বিরুদ্ধে মামলা

usharalodesk
মে ৭, ২০২১ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : নির্বাচনী প্রচারে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) কলকাতার মানিকতলা থানায় এ মামলা করেছে উত্তর কলকাতা যুব তৃণমূল। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ করেছে। বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমাবেশে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। সেখানে বক্তব্য দিতে যেয়ে নিজের অভিনীত সিনেমার জনপ্রিয় সংলাপ বলেছিলেন মিঠুন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, মিঠুনের এ সব সংলাপের কারণে রাজ্য উত্তেজনা ছড়িয়েছে। তারকা হিসেবে প্রকাশ্য মঞ্চে এ ধরনের সংলাপের ব্যবহার করে মিঠুন দায়িত্বজ্ঞানহীন কাজ করেছেন। দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের রাজনীতির সাথে যুক্ত ছিলেন মিঠুন চক্রবর্তী। তাকে তৃণমূলের পক্ষ থেকেও রাজ্যসভার সদস্য করা হয়।

(ঊষার আলো-আরএম)