UsharAlo logo
বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গিলাতলা দক্ষিণপাড়ায় বিট পুলিশিং কমিটির সম্প্রীতি সমাবেশ

koushikkln
সেপ্টেম্বর ২৭, ২০২২ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট প্রতিনিধি : সোশ্যাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার, কিশোর গ্যাং, সাম্প্রদায়িক উষ্কানি, ধর্মীয় অনুভূতিতে আঘাত, ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এবং হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সূষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষে খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের ৫ নং বিট পুলিশিং কমিটির আয়েজনে বিট পুলিশিং সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় খুলনা মেট্রেপলিটন পুলিশ কমিশনারের নির্দেশনায় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম সাংবাদিক সহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমাবেশে অংশ নেওয়ারা সাম্প্রদায়িক উষ্কানি, ধর্মীয় অনুভূতিতে আঘাত, ধর্ষণ ও নারী নির্যাতন, সোশ্যাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার, কিশোর গ্যাং ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহবান জানান। বিট পুলিশের সমাবেশে বক্তারা বলেন, সামাজিক শৃঙ্খলা, জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা জনগণের পাশে রয়েছে পুলিশ। এ ছাড়া ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খান। খানজাহান আলী থানার ৫ নং বিট পুলিশিং কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও বিট পুলিশিং কমিটির প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন কমিটির সাধারন সম্পাদক শেখ আনোয়ার হোসেন, গিলাতলা দক্ষিনপাড়া বায়তুন নুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল বাশার জিহাদী, গিলাতলা দক্ষিনপাড়া সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি মিন্টু দত্ত, ৫ নং বিট অফিসার এস আই রোকনুজ্জান, এ এস আই মোঃ বাশার, মোঃ মাসুদ, ৫ নং বিট পুলিশিং কমিটির স¤œানিত সদস্য খান মাশরুজ্জামান সাবু, মোঃ আমজাদ হোসেন, ফরমান মোল্লা , মোঃ ইদ্রিছ আলী , সবুজ হোসেন প্রমুখ।