UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিষণ্নতায় শুভশ্রী

usharalodesk
এপ্রিল ২৩, ২০২১ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : ২০ এপ্রিল শুভশ্রী জানায় তিনি করোনা পজিটিভ। তারপর থেকে আলাদা ঘরে আইসোলেশনে রয়েছেন। কিন্তু শুভশ্রীর পুত্র যুবানের বয়স মাত্র ৭ মাস। যুবান সুস্থ ও নিরাপদে থাকলেও ছেলের সঙ্গে এই বিচ্ছেদ দারুণভাবে ব্যথিত করছে শুভশ্রীকে। বিষণ্নতায় ভরে গেছে তার মন!
বুধবার (২১ এপ্রিল) দুপুর ২টার দিকে শুভশ্রী তার ইনস্টাগ্রাম একাউন্টে পুত্র যুবানের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘তোমাকে ছেড়ে এতদিন থাকতে হবে কোনোদিন ভাবিনি।’
এ পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। কিন্তু কিছু সময় পর এই অভিনেত্রীকে কটাক্ষ করে মন্তব্য করতে থাকেন নেটিজেনরা। এক জোট হয়ে এ অভিনেত্রীকে মাতৃত্বের পাঠ পড়িয়ে দেন। মা হলে কী করা উচিত, কী নয়, তার খাতা খুলে বসেন। অভিনেত্রীর কমেন্ট বক্স ভরে উঠে অপমানে। কেউ কেউ মনে করছেন, শুভশ্রী মা হওয়ার যোগ্য নন।
অনুরিনা দাস লিখেছেন, ‘ক্ষমতার এত লোভ! এই মহামারিতে নিজে মিছিলে গেলে আরও হাজার মানুষকে টেনে নিয়ে বিপদের মুখে ফেললে। করোনার বিশাল সমুদ্রে আরো কতজনকে টেনে নিয়ে মৃত্যুর মুখে ফেললে তার জবাবদিহি নিজের বিবেকের কাছে করো।’ মধুমন্তি হালদার লিখেছেন, ‘এখন মনে পড়ছে মাস্ক পরা গাইডলাইন ফলো করার কথা! যেই নিজের হলো অমনি দরদ দেখাতে এলেন, নাহলে এতদিন তো ব়্যালি বের করে বেশ প্রচার করছিলে স্বামী-স্ত্রী মিলে, হাজার হাজার মানুষকে বিপদের মুখে ঠেলে, আপনি নিশ্চয়ই সুস্থ হয়ে যাবেন, টাকার জোরটা তো আছে, কিন্তু যাদের মধ্যে ছড়িয়ে এলেন তাদের যেন ভগবান রক্ষা করে, রাজনীতির ধূর্ত শকুন! ছি!’
শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী ব্যারাকপুর আসন থেকে বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন। বর্তমানে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন তিনি। গত বছরের আগস্টের মাঝামাঝি সময়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন এই পরিচালক। তিনি এখন সুস্থ রয়েছেন। স্বামীর বিজয় নিয়ে আত্মবিশ্বাসী শুভশ্রী। তার ভাষায়, ‘রাজের বিজয় নিশ্চিত।’

(ঊষার আলো-এমএনএস)