UsharAlo logo
বুধবার, ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

মোংলার কয়েকটি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত

usharalodesk
মে ১৩, ২০২১ ১১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মোংলা প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে মোংলার কয়েকটি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মে) উপজেলার সুন্দরবন ইউনিয়নের চটেরহাট বাজারে আশপাশের কয়েকটি গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮টায় চটেরহাট বাজার জামে মসজিদে ঈদের জামাত পড়েন প্রায় দুইশ’ নারী-পুরুষ।
মসজিদের ইমাম মাওলানা আজহারুল ইসলাম বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র তিন থেকে সাড়ে ৩ ঘণ্টা। আর এ সময়টুকুর কারণে পুরো দিনকে পার্থক্য হতে পারে না। তাই আমরা রোজাও রেখেছি এবং ঈদের নামাজ আদায় করেছি আরবের দেশের সঙ্গে মিল রেখে।
এখানে মোংলা পোর্ট পৌরসভা থেকেও ঈদের নামাজ আদায় করতে আহলে হাদিস অনুসারীরা মুসল্লিরাও অংশ নেন। ঈদের নামাজে অংশ নেওয়া মুসল্লিরা বলেন, প্রায় ৪৫ বছর ধরে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের এ গ্রামগুলোর মানুষ আরব দেশগুলোর সঙ্গে সঙ্গতি রেখে ঈদ উদযাপন করে থাকেন।
এদিকে ঈদের নামাজ পড়াকে কেন্দ্র করে যাতে কোনও ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য মসজিদ এলাকায় চটেরহাট পুলিশ ফাঁড়ি থেকে পুলিশও মোতায়েন করা হয়েছে।

(ঊষার আলো-এমএনএস)