UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নগরীর দৌলতপুর বাজারে করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধির প্রচার

usharalodesk
মে ৮, ২০২১ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : দেশে করোনার ভাইরাস সংক্রমন দ্বিতীয় জোয়ারে ভাসছে সমগ্র দেশ। করোনা সংক্রমন রোধে সরকারের ঘোষিত টানা লকডাউন চলছে। ঈদ আসন্ন। তাই করোনার মধ্যে ব্যবসায়ীদের অর্থনীতির চাকা সচল রাখতে ও ঈদে সাধারণ জনগণের কেনাকাটার কথা চিন্তা করে সরকার নির্ধারিত সময়ের জন্য মার্কেট শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত দিয়েছে। ঈদে কেনাকাটার জন্য দৌলতপুরের আশপাশের অঞ্চলে জনতার ঢল নামছে। তাই করোনা সংকটকালীন সময়ে বাজারে আগত সকলকে সরকারি নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে তথা মাস্ক ব্যবহার, নিরাপদ দূরত্ব মেনে ও সচেতন করা জন্য দৌলতপুর বাজার উন্নয়ন সংস্থার উদ্যোগে শনিবার (৮ মে) থেকে করোনা সচেতনতার প্রচার শুরু করেছে নেতৃবৃন্দরা। বাজার নেতৃবৃন্দরা বলেন, করোনাকে ভয় নয় বরং সচেতনতার মাধ্যমে জয় করতে হবে।

(ঊষার আলো-এমএনএস)