UsharAlo logo
বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বদলী শ্রমিকদের বকেয়া পরিশোধ না করলে ঈদের পরে আন্দোলন

usharalodesk
মে ১১, ২০২১ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনার খালিশপুর শিল্পাঞ্চলের নিউমার্কেটের সামনে রাষ্ট্রায়ত্ত পাটকলের বদলী-দৈনিক ভিত্তিক নারী শ্রমিকদের মাঝে গণসংহতি আন্দোলন খুলনা জেলা শাখার পক্ষ থেকে মঙ্গলবার (১১ মে) বিকেল ৫টায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, ২দিন বাদেই ঈদ অথচ বদলী-দৈনিক ভিত্তিক ও নাম ভুলের সমস্যাগ্রস্ত পাটকল শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করেনি। শ্রমিক পরিবার অবর্ণনীয় অর্থকষ্টে দিন কাটাচ্ছে। তাদের ঘরে খাবার নেই। ছেলেমেয়েদের লেখাপড়া বন্ধ হবার উপক্রম হয়েছে। কর্মহীন শ্রমিক পরিবারের বয়স্ক সদস্যরা জটিল রোগে আক্রান্ত হলেও ওষুধ ক্রয় করতে পারছে না। উপরন্তু চাল-ডাল-তেল-পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন থাকায় পাটকল শ্রমিকরা আজ দিশাহারা। নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে রাষ্ট্রায়ত্ত পাটকলের বদলী-দৈনিক ভিত্তিক ও নাম ভুলের সমস্যা সংশোধনপূর্বক সকল শ্রমিকের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করলে ঈদের পরে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের খুলনা জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, ফুলতলা উপজেলা আহবায়ক মোঃ অলিয়ার রহমান, খালিশপুর থানা আহবায়ক আলমগীর হোসেন লিটু, সদস্য আর এস বিপ্লব, ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহবায়ক আল আমিন শেখ, ছাত্রনেতা জনি ইসলাম, শ্রমিক নেতা মোঃ মনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।

(ঊষার আলো-এমএনএস)