UsharAlo logo
মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাজেট গণমুখি, উন্নয়নমুখী ও জনবান্ধব : শেখ হারুন 

koushikkln
জুন ১২, ২০২২ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ বলেছেন কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ প্রতিপাদ্যে জাতীয় সংসদে উপস্থাপন করা প্রস্তাবিত বাজেট গণমুখি, উন্নয়নমুখী ও জনবান্ধব’ বাজেট। তিনি বলেন, দেশের ৫১তম এই বাজেট ‘জীবন ও জীবিকা বাঁচানোর আত্মনির্ভরশীল বাজেট’। সঙ্কটকালে জীবন ও জীবিকাকে প্রাধান্য দিয়ে একটি বাস্তবভিত্তিক সময়োপযোগী বাজেট দিয়েছে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সরকার। কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ প্রতিপাদ্যে জাতীয় সংসদে উপস্থাপন করা প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলপূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
রবিবার (১২ জুন) বিকেলে নগরীতে খুলনা জেলা আওয়ামী লীগের আয়োজনে এ আনন্দ মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। খুলনা জেলা আওয়ামী লীগ  সাধারণ-সম্পাদক বিশিষ্ট আইনজীবী এ্যাড. সুজিত অধিকারীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন  সহ-সভাপতিবৃন্দ যথাক্রমে এম.এম. মুজিবুর রহমান, এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, বি এম এ সালাম, নিমাই চন্দ্র রায়, মোস্তফা কামাল খোকন, রফিকুর রহমান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ যথাক্রমে সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, এ্যাড. ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক  সরদার আবু সালেহ,  শ্রম সম্পাদক মোজাফফর মোল্লা, উপ-প্রচার সম্পাদক মোঃ খায়রুল আলম, উপ-দপ্তর সম্পাদক মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাট, সদস্য অসিত বরন বিশ্বাস, শিউলী সরোয়ার, আজগর বিশ্বাস তারা, ফ.ম সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, জামিল খান, জি.এম মহসিন রেজা, সরদার আবুল কাশেম ডাবলু, নিশিত রঞ্জন মিস্ত্রি, কেন্দ্রীয় শ্রমিকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিএম জাফর, আশরাফুজ্মাজামান বাবুল মানিক উজ্জামান অশোক, শেখ মোঃ পীর আলী, হোসনেয়ারা চম্পা, নাজনীন নাহার কনা, শেখ মোঃ আবু হানিফ, এডভোকেট সেলিনা আক্তার পিয়া, এডভোকেট জেসমিন পারভীন জলি, এডভোকেট পলাশী মজুমদার, মমতাজ শিরিন ময়না, সরদার জাকির হোসেন, অজিত বিশ্বাস, আজিজুর রহমান রাসেল,মোতালেব হোসেন, খান সাইফুল ইসলাম, এ বি এম কামরুজ্জামান, জলিল তালুকদার,এফ এম আজিজুল ইসলাম, দেব দুলাল বাড়ই বাপ্পি, মাহফুজুর রহমান সোহাগ, পারভেজ হাওলাদার, মোঃ আসাদুজ্জামান কচি, মনোয়ারা খাতুন, মৃণাল কান্তি বাছাড়, বাধন হালদার, রাসেল, আমিরুল মোমেনিন, নাজমুল বাশাড় সম্রাট,খায়রুল বাশার, পলাশ রায়, সাইফুল ইসলাম সাইফ, ইমন, বিশ্বজিৎ, হৃদয়, আব্দুল খালেক স্বাধীন, অরণ্য সৌরভ, আরিফ, রুবেল প্রমুখ।