UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট ডিসি’র বদলির আদেশ পুনঃবিবেচনার দাবিতে মোংলায় মানববন্ধন

usharalodesk
মে ২২, ২০২১ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ এরশাদ হোসেন রনি, মোংলা : বাগেরহাটের জনবান্ধব ও চৌকস জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হকের বদলি আদেশ পুনঃবিবেচনার দাবীতে মোংলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মে) সকালে মোংলার চৌধুরীর মোড়ে মোংলা নাগরিক সমাজ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক সাংবাদিক মোঃ নূর আলম শেখ।
সমাবেশে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের অন্যতম নেতা জেম্স শরৎ কর্মকার, প্রভাষক মাহবুবুর রহমান, মোংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আমির হোসেন আমু,  প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল আলীম, সময় টেলিভিশনের মোংলা প্রতিনিধি মাহমুদ হাসান, সুশাসনের জন্য নাগরিক সুজন’র নেত্রী কমলা সরকার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর মোঃ নাজমুল হক, গীতিকার মোল্লা আল মামুন, চিলা কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা হুমায়ুন কবির, মোঃ আলম গাজী, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, শিল্পী আব্দুল জব্বার, শিল্পী মোঃ রিপন হোসেন, শিল্পী জীবনানন্দ অধিকারী, শ্রীবাস বাউল, প্রদীপ অধিকারী, মোঃ জাহিদ হোসেন, লাবনী আক্তার কেয়া, উম্মে সালমা জুঁই প্রমূখ। মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা বলেন করোনা মহামারির ক্রান্তিকালে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে মানুষের পাশে থেকে দুর্দশা লাঘবে কাজ করে যাচ্ছেন ডিসি আ ন ম ফয়জুল হক। গত ৪ মাসে তিনি বহুবিধ জনহিতকর কর্মকান্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আস্থা অর্জন করেছেন। মাত্র সাড়ে ৪ মাসের মধ্যে তার বদলির আদেশের কারনে বাগেরহাটবাসী জনবান্ধব ও চৌকস একজন ব্যতিক্রমী মানুষের সেবা থেকে বঞ্চিত হবার আশংকা করছে। তার বদলিজনিত কারনে এই মুহুর্তে করোনা মোকাবেলা ও উপকূলের দুর্যোগ ব্যবস্থাপনার কাজে সমন্বয়হীনতা দেখা দিতে পারে। সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ’র মাধ্যমে জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক’র বদলির আদেশ প্রত্যাহার করে বাগেরহাটে তাকে বহাল রাখার দাবী জানান।