UsharAlo logo
বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভোজ্যতেলের তেজ কমাতে সরকার-প্রশাসনের সদিচ্ছাই যথেষ্ট

koushikkln
মে ৬, ২০২২ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভোজ্যতেলের তেজ কমাতে সরকার-প্রশাসনের সদিচ্ছাই যথেষ্ট বলে দাবি করেছেন খুলনা নাগরিক সমাজের নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ভোজ্যতেল নিয়ে দীর্ঘদিন যাবত একটি চরম কারসাজি চলছে। সরকার এ ব্যাপারে সভা এবং প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ। খুচরা বিক্রেতা থেকে শুরু করে আমদানীকারক পর্যন্ত পরস্পর পরস্পরের ওপর দোষ চাপিয়ে দায় সারছেন। প্রশাসন নিরব দর্শকের ভূমিকায়। মাঝে মাঝে যৎসামান্য অভিযান চললেও সেখানে অহেতুক ক্ষতির সম্মুখীন করা হয় একেবারে প্রান্তিক তথা খুচরা বিক্রেতাদের। বিশেষত আমদানীকারক ও মজুদদাররা সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা সুবিধাভোগী লুটেরাদের সাথে পরস্পর যোগসাজসে এ সংকট তৈরি করেছেন বলেই মনে হয়। খুবই বিস্ময়ের ব্যাপার ভোজ্যতেল দ্বারা চূড়ান্ত লুটপাট নিশ্চিত করার অসৎ উদ্দেশ্যে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। অতিরিক্ত দামেও ভোজ্যতেল পাওয়া যাচ্ছে না। এ যেন তুঘলকী কা-। নেতৃবৃন্দ শুধুমাত্র খুচরা বাজারে খুচরা বিক্রেতাদের মধ্যে অভিযান না চালিয়ে আমদানিকারক ও মজুদদারদের স্বচ্ছতার আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

আমদানিকারক ও মজুদদারদের আইনের আওতায় আনতে পারলে সংকটের আশু সমাধান সম্ভব বলে বিবৃতিতে দাবি করা হয়। বিবৃতিদাতারা হলেন সংগঠনের পক্ষে আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. আ ফ ম মহসীন এবং সদস্য সচিব অ্যাড. মোঃ বাবুল হাওলাদার।