UsharAlo logo
বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকারের সকল অন্যায়ের জবাব রাজপথেই : খুলনা বিএনপি

koushikkln
মে ১২, ২০২২ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

শনিবারের সমাবেশে প্রধান অতিথি বেগম সেলিমা রহমান

ঊষার আলো ডেস্ক : খুলনা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, আওয়ামী লীগ সরকার অন্যায়ভাবে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেশের বাইরে থাকতে বাধ্য করছে। সরকার এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। অনির্বাচিত সরকারকে আর ছাড় দেয়ার সময় নাই। হামলার বদলে হামলা, আঘাতের বদলে পাল্টা আঘাত করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন থেকে সকল অন্যায়ের জবাব রাজপথেই দেবে।

সারাদেশে বিএনপিসহ বিরোধী দলের নেতাদের ওপর সরকারি দলের হামলার প্রতিবাদে ১৪ মে’ ২০২২ কেন্দ্রীয় বিক্ষোভ কর্মসূচি সফল করার লক্ষে বৃহস্পতিবার (১২ মে) বেলা ১১টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগর ও জেলা  শাখার যৌথ প্রস্তুতি সভায় বক্তারা এসব কথা বলেন।

সভায় নেতৃবৃন্দ জানান, ১৪ মে বিকাল ৩টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। বিক্ষোভ কর্মসুচি সফল করতে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।

খুলনা মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু, স.ম. আব্দুর রহমান, সৈয়দা রেহেনা ঈসা, সাইফুর রহমান মিন্টু, মোল্লা খায়রুল ইসলাম, কাজী মাহামুদ আলী, আব্দুর রাকিব মল্লিক, আজিজুল হাসান দুলু, মোস্তাউল বারী লাভলু, মোশাররফ হোসেন মফিজ, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, তৈয়েবুর রহমান, মাহাবুব হাসান পিয়ারু, শামিম কবির, আশরাফুল হক নান্নু, একরামুল হক হেলাল, শামছুল আলম পিন্টু, মাসুদ পারভেজ বাবু, শেখ শাদি, এনামুল হক সজল, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, চৌধুরী কাওছার আলী, ডা. আব্দুল মজিদ, হাফিজুর রহমান মনি, খায়রুল ইসলাম জনি, এ্যাড. আব্দুস সাত্তার, বেগ তানভিরুল আযম, অসিত কুমার সাহা, শাহিনুল ইসলাম পাখি, শাকিল আহমেদ দিলু, রুবায়েত হোসেন বাবু, মুর্শিদ কামাল, ইলিয়াস হোসেন মল্লিক, বিপ্লবুর রহমান কুদ্দুস, মোঃ হাফিজুর রহমান, সাজ্জাদ হোসেন তোতন, আনিসুর রহমান, সাজ্জাদ আহসান পরাগ, সুলতান মাহামুদ, জিএম রফিকুল ইসলাম, মনিরুজ্জামান লেলিন, মুর্শিদুর রহমান লিটন, একরামুল কবির মিল্টন, নাজমুস সাকিব পিন্টু, জহর মীর, নাজিরুদ্দিন নান্নু, আরিফুর রহমান আরিফ, হাসান উল্লাহ বুলবুল, এ্যাড. মোহাম্মদ আলী বাবু, সরোয়ার হোসেন, রফিকুল ইসলাম বাবু, তানভিরুল আযম রুম্মান, মোঃ আব্দুল আলিম, হাসনাত রিজভী মার্শাল, আবু সাইদ আব্বাস, সর্দার আব্দুল মালেক, রাহাত আলী লাচ্চু, আনসার আলী, নাছির খান, আব্দুস সালাম, হাবিবুর রহমান রিটু, আলমগীর হোসেন, ইঞ্জিনিয়ার মনির হোসেন টিটু, আবুল বাসার, কাজী শাহানেওয়াজ মিরু, আব্দুর রহমান ডিনো, শাহাদাৎ হোসেন ডাব্লু, ফারুক হোসেন হিলটন, তারিকুল ইসলাম তারেক, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মোঃ জাহিদ হোসেন, মিজানুর রহমান মিলটন, সামছুল বাড়ি পান্না, ফারুক হোসেন, আজিজা খানম এলিজা, মোল্লা সাইফুর রহমান, তসলিমা খাতুন ছন্দা, ইবাদুল হক রুবায়েদ, কানিজ ফাতেম আমিন, আতাউর রহমান রুনু, খান ইসমাইল হোসেন, আব্দুল মান্নান মিস্ত্রী, সজিব তালুকদার, তাজিম বিশ্বাস, মোল্লা কবির হোসেন, হেমায়েত হোসেন, এমএ হাসান, শেখ ইসমাইল হোসেন, আসলাম পারভেজ, আইয়ুব মোল্লা, হেলাল উদ্দিন, খালিদ মাহামুদ প্রমুখ।