UsharAlo logo
বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাট বাস-টার্মিনালে শ্রমিকদের মাঝে ত্রান বিতরন

usharalodesk
মে ২, ২০২১ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : মহামারি করোনা প্রতিরোধে সরকারের দেয়া লকডাউন চলাকালে বাগেরহাটের মটর শ্রমিকদের মাঝে শনিবার সকালে ত্রান বিতারন করা হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে কেন্দ্রিয় বাসটার্মিনালে ৩১০ জন শ্রমিকের মাঝে সরকারি ত্রান তুলে দেয়া হয়। এসময় শ্রমিকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক বলেন, করোনা মহামারি থেকে রক্ষা পেতে আজ দেশে লকডাউন চলছে। শ্রমিকদের কাজ বন্ধ, তাই প্রধানমন্ত্রী সকল শ্রেনীর পেশার মানুষের ন্যায় মটর শ্রমিকদেরও সহযোগিতা করছেন। সরকারের দেয়া এ ত্রান মহান মে দিবসের দিনে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে বিতারন করছি। এর আগের আমরা প্রান্তিক জনগোষ্টি বিশেষ করে, হরিজন, ঋষি মুচি, ডোম পল্লী ছাড়াও খ্রিষ্টান সম্প্রদায় কে সরকারি ত্রান দেয়া হয়েছে। মোটর শ্রমিকদের খাদ্য সহায়তা প্রদানকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার রিজাউল করিম, উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, সদর উপজেলা নির্বাহি অফিসার মুহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, মটর শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক সমিতির নেতা পৌরসভা কাউন্সিলর আব্দুল বাকী তালুকদার ও রেজাউর রহমান মন্টুসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

(ঊষার আলো-আরএম)