UsharAlo logo
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভোটের মাঠে হিরো আলমের রেকর্ড

usharalodesk
ফেব্রুয়ারি ১, ২০২৩ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে রেকর্ড গড়েছেন আলোচিত হিরো আলম। তিনি বগুড়ার দুটি আসনে উপনির্বাচনে অংশ নিয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত বগুড়া-৬ আসনে তিনি এগিয়ে আছেন।

নন্দীগ্রাম-কাহালু উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৪ এবং সদর উপজেলা তথা বগুড়া-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপনির্বাচনে অংশ নিয়েছেন হিরো আলম। মূলত এর মাধ্যমেই তিনি রেকর্ড গড়েছেন।

সারা দেশে এর আগে কেউ দুটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেননি। বিএনপি ও আওয়ামী লীগের মতো বড় দলের প্রার্থীরা এর আগে একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও স্বতন্ত্র হিসেবে দুই আসনে নির্বাচন করা ব্যক্তি একমাত্র হিরো আলম।

একাদশ সংসদ থেকে গত বছরের ১০ ডিসেম্বরে পদত্যাগের ঘোষণা দেন বিএনপি দলীয় এমপিরা। এতে বগুড়ার উল্লিখিত দুটি আসন শূন্য হয়ে পড়ে। শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী কর্মকাণ্ডে নেমে পড়েন হিরো আলম।

ভোটের মাঠ পরিদর্শন শেষে হিরো আলম বলেছেন, বগুড়া সদর আসনে অনেক অনিয়ম বিশৃঙ্খলা হয়েছে। তবে বগুড়া-৬ আসনে সব ঠিক থাকলে তিনি এমপি হচ্ছেন।