UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে চালবোঝাই ট্রাক উল্টে মৃত্যু ৩, আহত ৫

usharalodesk
মে ২২, ২০২১ ১:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : চট্টগ্রামের সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু ও আরো অন্তত ৫ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল ৭টার দিকে উপজেলাধীন মহাসড়কের সোনাইছড়ির শীতলপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল আনুমানিক ৭টার দিকে চট্টগ্রামমুখী একটি চালবোঝাই ট্রাক সীতাকুণ্ডের শীতলপুর এলাকা অতিক্রমকালে যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা কবলিত হয়ে মহাসড়কের পাশে উল্টে পড়ে। এতে ১ চাল শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এসময়ে চালক ও হেল্পারসহ আরো ৭ জন আহত হয়েছে। খবর পেয়ে বারআউলিয়া হাইওয়ে পুলিশ ও কুমিরা ফায়ার সার্ভিস তাদেরকে উদ্ধার করে চমেকে প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো ২ জনের মৃত্যু হয়।
বারআউলিয়া হাইওয়ে থানার ওসি ইন্সপেক্টর নজরুল ইসলাম বলেছেন, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাকটি দুর্ঘটনা কবলিত হলে ঘটনাস্থলে শরীফুল ইসলাম (৪৪) নামক এক চাল শ্রমিক নিহত ও আরো ৭ জন আহত হয়েছে। তাদেরকে চমেকে পাঠালে সেখানে আরো ২ জনের মৃত্যু হয়েছে। নিহত শরীফুল কক্সবাজারের রামু থানার ঈদগার বাসিন্দা সাওগাত মিয়ার পুত্র। নিহত অন্যরা হলেন- আতিকুর রহমান (২৭) এবং আবদুল খালেক (৫০)। তবে তাদের পূর্ণাঙ্গ ঠিকানা তাৎক্ষণিক পাওয়া যায়নি।
চমেক পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর জহিরুল ইসলাম বলেছেন, সীতাকুণ্ডে দুর্ঘটনায় আহত ৭ জনকে চমেকে আনা হলে ২ জন সেখানে মারা গেছে। তবে তিনিও তাদের বিস্তারিত পরিচয় এখনও জানাতে পারেননি।

(ঊষার আলো- এম.এইচ)