UsharAlo logo
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঈদের পর পরীক্ষা, রেজিস্ট্রেশন, ক্লাসসহ একাডেমিক বিষয়ে নির্দেশনা

usharalodesk
মে ৮, ২০২১ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

খুবির একাডেমিক কার্যক্রম নিয়ে অনলাইনে মতবিনিময় সভা

ঊষার আলো ডেস্ক : খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরার সভাপতিত্বে শনিবার (৮ মে) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ একাডেমিক পরিস্থিতি নিয়ে অনলাইনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক এতে অংশ নেন।
মতবিনিময় সভায় করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতিতে সরকারের নির্দেশনা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সুপারিশের আলোকে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রধানদের সাথে ইতোপূর্বের মতবিনিময়ে গৃহীত সিদ্ধান্ত পর্যালোচনা করা হয়। সভায় ঈদের ছুটির পর বিশ্ববিদ্যালয় খুললে পরিস্থিতি বিবেচনা করে যতদ্রুত সম্ভব অনলাইনে একাডেমিক কার্যক্রম সচল রাখার উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া অনলাইনে থিসিস ডিফেন্স সম্পন্ন করাসহ সংশ্লিষ্ট একাডেমিক কার্যক্রম সম্পন্ন করে মাস্টার্স এবং আন্ডার গ্রাজুয়েট চূড়ান্ত পর্বের কোর্স ও পরীক্ষা সম্পন্ন করার বিষয় নিয়েও আলোচনা করা হয়। সভায় আন্ডার গ্রাজুয়েট পর্যায়ে ২০২০ সালের প্রথম টার্মের চূড়ান্ত পরীক্ষা গ্রহণের আগে রিভিউ ক্লাস এবং দ্বিতীয় টার্মের রেজিস্ট্রেশন ও রিভিউ ক্লাস নিয়েও আলোচনা করা হয়। সভায় বিশেষ করে প্রথম টার্মের চূড়ান্ত পরীক্ষা যতদ্রুত সম্ভব গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়। ঈদের ছুটির পর বিশ্ববিদ্যালয় খুললে যতসম্ভব শীঘ্রই এ ব্যাপারে একটি নির্দেশনা জারি করা হবে বলে আশা করা হয়। সভার সভাপতি সকলকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে করোনা পরিস্থিতিতে সকলের নিরাপদ সুস্বাস্থ্য কামনা করেন।

(ঊষার আলো-এমএনএস)