UsharAlo logo
মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে শশুর ও দেবরের মারপিটে প্রবাসীর স্ত্রী শিশু সন্তানকে নিয়ে হাসপাতালে ভর্তি

usharalodesk
এপ্রিল ২৫, ২০২১ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় স্বামী বিদেশে থাকা এক গৃহবধুকে তার শশুর ও দেবর মারপিট করে বাড়ী থেকে বের করে দিয়েছে। লাবনি আক্তার লেবিনা (২৭) নামের ওই গৃহবধু তার শিশু সন্তান কে নিয়ে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্ত্তি হয়েছেন। এ বিষয়ে ওই গৃহবধু রবিবার মোল্লাহাট থানায় অভিযোগ করেছেন। আর ঘটনাটি হয়েছে আগের দিন শনিবার সকালে উপজেলার কোদালিয়া গ্রামে। আহত গৃহবধু স্ত্রী লাবনী আক্তার লেবিনা এ প্রতিবেদককে বলেন, তার স্বামী লিটন মোল্লা দীর্ঘদিন ধরে মালয়েশিয়া থাকেন। তিনি শিশু সন্তান নিয়ে স্বামী বাড়ীতে থাকেন। বর্তমানে আমার শশুর , ভাসুর ও দেবর আমাকে স্বামীর বাড়ী থেকে বিতাড়িত করতে প্রায়ই অত্যাচার নির্যাতন করে। এরই অংশ হিসাবে শনিবার সকাল থেকে আমাকে আমার শিশু সন্তান কে মারপিট করে। এক পর্যায়ে আমাকে বাড়ী থেকে টেনে হিঁচড়ে বের করে দেয়। এ সময় আমার বসত ঘরের চাবি কেড়ে নিয়ে ঘরে থাকা ৪ লাখ টাকাও নিয়ে নেয় শশুর আবুল কালাম মোল্লা , দেবর রাজীব মোল্লা ও ভাসুর হুমায়ূন কবির । এ ছাড়া শিশু পুত্র লিংকন মোল্লা (৮) কে গলা চেপে নির্যাতন করা হয়। এ বিষয়ে থানার ওসি কাজী গোলাম কবীর জানান, গৃহবধুর একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক প্রয়োজনিয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঊষার আলো-আরএম)