UsharAlo logo
শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে ধান সিড়ি পরিবহস থেকে ভারতীয় ফেনসিডিলসহ নারী আটক

koushikkln
অক্টোবর ১০, ২০২২ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : খুলনা- পিরোজপুর -বরিশাল রোডের বাগেরহাট জেলা সদরের ভিআইপি রাস্তার মাথায় ধানসিড়ি পরিবহনবাস তল্লাশি করে তানিয়া ইসলাম জুলেখা (২৫) নামের এক নারীকে ৩৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার বেলা ১১ টার দিকে পুলিশ ওই নারীকে বাগেরহাট আদালতে সোপর্দ করেছে। আটক তানিয়া ইসলাম জুলেখা যশোর জেলার শার্শা উপজেলার লাউতারা গ্রামের মোঃ নজরুল ইসলামের মেয়ে।

এ ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই মুরাদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা করেছেন। বাগেরহাট গোয়েন্দা পুলিশ পরিদর্শক মোঃ তারিকুল ইসলাম সোমবার দুপুরে জানান, গোপন খবরের ভিত্তিতে রবিবার বিকেলে খুলনা-বাগেরহাট মহাসড়কের ভিআইপি মোড় থেকে বরিশালগামী ধাঁনসিড়ি পরিবহনের একটি বাস থেকে ওই নারীকে আটক করা হয়।

এ সময় তার শরীর ও পায়ে বিশেষ কৌশলে বেধে রাখা ৩৭ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়। এর আগে তার মাকে একইভাবে ভারতীয় ফেনসিডিলসহ বরিশালগামী পরিবহন বাস থেকে আটক করে গোয়েন্দা পুলিশ। এরা অর্থের বিনিময়ে এসব অবৈধ মাদকদ্রব্য নির্ধারিত মাদক বিক্রেতাদের কাছে পৌছে দেয় বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে গ্রেফতার হওয়া নারী তানিয়া ইসলাম জুলেখ।

(ঊষার আলো-এফএসপি)