UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১৪ দিনের পরিবর্তে ৩ দিন কোয়ারেন্টিন করায় খুশি প্রবাসীরা

usharalodesk
এপ্রিল ২৫, ২০২১ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : দেশে ফেরার পর ১৪ দিনের পরিবর্তে ৩ দিন প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টিনের সময়সীমা নির্ধারণ করায় স্বস্তি প্রকাশ করেছে কাতার প্রবাসী বাংলাদেশিরা। এতে দেশে এসে ছুটি কাটানোর কথা জানিয়েছে প্রবাসীরা বাংলাদেশিরা।
একই সঙ্গে তারা আশা প্রকাশ করেছে, পরিস্থিতি উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে খুব শিগগিরই স্বাভাবিক হবে বিমান চলাচল।
কাতার কিংবা অন্য দেশ থেকে আসা প্রবাসীদের জন্য ১৪ দিনের হোটেল কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছিল। তবে কমানো হয়েছে এ সময়সীমা। এখন প্রবাসীদের কোয়ারেন্টিনে থাকতে হবে মাত্র ৩ তিন।
বাংলাদেশ সরকারের এমন সিদ্ধান্তে খুশি কাতার প্রবাসী বাংলাদেশিরা। নতুন এ সময়সীমার কারণে ছুটি নষ্ট হবে না বলে মত প্রবাসীদের। তবে ফ্লাইট সংখ্যা কম থাকার কারণে ভোগান্তির কথাও জানিয়েছে তারা।
এদিকে অন্যান্য দেশের মতো কাতারেও অব্যাহত হয়েছে করোনার সংক্রমণ। তবে কঠোর বিধিনিষেধ আরোপ করায় এর গতিটা কিছুটা কম। এতে স্বস্তিতে রয়েছে প্রবাসী বাংলাদেশিরা। যদিও করোনা নিয়ন্ত্রণে স্বাস্থবিধি মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছে তারা। অন্যদিকে নানা বিধিনিষেধের কারণে নেতিবাচক প্রভাব পড়েছে দেশটিতে থাকা প্রবাসী ব্যবসায়ীদের ওপর।
কাতারে এখন পর্যন্ত ২ লাখের বেশি করোনায় আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছে ৪ শতাধিক মানুষ।

(ঊষার আলো- এম. এইচ)